প্রাণের ৭১

বরিশালে ২০টি মাদ্রাসা বন্ধ ঘোষণা

বরিশালের ২০টি মাদ্রাসার একাডেমিক স্বীকৃতি বাতিলসহ অনলাইনে পাসওয়ার্ড, মাদ্রাসা কোড নম্বর ও ইআইআইএন নম্বর বন্ধ করে দেওয়া হয়েছে।

এসব মাদ্রাসা থেকে টানা দুই বছরে কোন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ না নেওয়ার ফলে এই সিন্ধান্ত নিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। মাদ্রাসা শিক্ষা বোর্ড গত বুধবার এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে। এতে বরগুনায় ৫টি, বরিশালে ২টি, ভোলায় ৬টি পটুয়াখালীতে ৭টি মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হয়।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম ছায়েফ উল্যা সাংবাদিকদের জানান, ২০১৭ ও ২০১৮ সালে ২০২টি মাদ্রাসা থেকে কোনো পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়নি। এর কারণ দর্শাতে মাদ্রাসাগুলোতে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু বেশির ভাগ মাদ্রাসা থেকে সেই নোটিশেরও কোনো জবাব পাওয়া যায়নি। তাই এসব মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হয়েছে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*