ভাসানী বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনে ধস, ১৮ শ্রমিক আহত
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবন ধসে ১৮ শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। নির্মাণাধীন ১২তলা ভবনের ২য় তলার পশ্চিম প্রান্তের উত্তর কোণা ভেঙে পড়েছে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মামুন মিয়া প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, নির্মাণাধীন ১২তলা ভবনের ২য় তলার ছাদ ঢালাই চলছিল। রাত সোয়া ১২টার দিকে হঠাৎ করেই ছাদের দক্ষিণ পাশের কোণা ভেঙে পড়ে। এ সময় চাপা পড়ে ১৮ নির্মাণ শ্রমিক আহত হন। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
« ২২০ বছর পর চিলেকোঠায় মিলল টিপু সুলতানের তলোয়ার (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) ফ্রান্সে একদল মুরগির আক্রমনে শিয়ালের মৃত্যু। »