একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে জাতির সাথে ‘নিষ্ঠুর প্রহসন’ হিসেবে বর্ণনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে জাতির সাথে ‘নিষ্ঠুর প্রহসন’ হিসেবে বর্ণনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘আজকের (রবিবার) নির্বাচন জাতির সাথে এক নিষ্ঠুর প্রহসন। এ ধরনের নির্বাচন জাতির জন্য খুব বিপজ্জনক। এ নির্বাচনের মাধ্যমে জাতির ভবিষ্যত বড় ক্ষতির মুখে পড়েছে।’
বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয় থেকে বৈঠক করতে জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেনের বাসায় যাওয়ার পথে সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন ফখরুল।
বিএনপি মহাসচিব ঠাকুরগাঁও থেকে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে রাজধানীতে ফিরে আসেন এবং চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে দলের সিনিয়র নেতাদের সাথে সংক্ষিপ্ত বৈঠক করেন।
পরে তিনি ড. কামালের বাসার পথে রওনা দেন।
« নির্বাচনী সহিংসতায় ১০ জেলায় প্রাণ গেল ১১ জনের (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) মিরসরাইয়ে বিশাল ভোটের ব্যবধানে নৌকা বিজয়ী, ৭ম বার এমপি হলেন মোশাররফ »