করোনা ঠেকাতে রাতে কারফিউ দিচ্ছে ফ্রান্স
ছবিঃ মোহাম্মদ শামসুল আরিফ
প্রাণঘাতী করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে ফ্রান্স নতুন করে রাত্রিকালীন কারফিউ জারি করছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রাত ৮টা থেকে সকাল ৬টা এ কারফিউ চলবে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এ বিধিনিষেধ ইংরেজি নতুন বছরের প্রথম দিন (থার্টি ফাস্ট নাইট) উদযাপনের ক্ষেত্রেও জারি থাকবে। ওই রাতে গণজমায়েত নিষিদ্ধ থাকছে। আগামী ২০ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে দেশটির রেস্তোরাঁ ও পানশালাগুলো।

ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাসেক্স এক বিবৃতিতে বলেন, অক্টোবরের শেষ দিকে লকডাউন আরোপের পর সরকার যেভাবে আশা করেছিল, সংক্রমণের হার তত দ্রুত কমছে না। পরিকল্পনা অনুযায়ী, ১৫ ডিসেম্বর থেকে লকডাউন তুলে নেয়া হচ্ছে। তবে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ শুরু হবে। নতুন বছরের প্রথম দিন উদযাপন উপলক্ষেও এ বিধিনিষেধ জারি থাকবে। ওই দিন রাতে জমায়েত নিষিদ্ধ থাকবে।
সরকারের শর্ত হচ্ছে প্রতিদিন করোনা শনাক্ত ৫ হাজারের কম হলে বিধিনিষেধ শিথিল করা হবে। তবে এখনো প্রতিদিন ১০ হাজারের ওপরে করোনা শনাক্ত হচ্ছে। গতকাল বৃহস্পতিবার দেশটিতে ১৩ হাজার ৭৫০ জনের করোনা শনাক্ত হয়েছে।
উল্লেখ্য ফ্রান্সে এখন পর্যন্ত ২৩ লাখের বেশি মানুষের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশটিতে ৫৭ হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছেন