প্রাণের ৭১

কলকাতার বিরুদ্ধে বোলিংয়ে আলো ছড়িয়েছেন সাকিব, কলকাতাকে ‘টুর্নামেন্ট আউট’ করে ফাইনালে হায়দরাবাদ

এই নিয়ে দু’বার ফাইনালে উঠল সানরাইজার্স হায়দরাবাদ৷ শেষবার ২০১৬ সালে আইপিএল ফাইনালে উঠেছিল হায়দরাবাদের চারমিনারে শহরের এই ফ্র্যাঞ্চাইজি৷

শুক্রবার ইডেন গার্ডেনে কলকতা নাইট রাইডার্সের বিপক্ষে সর্বশেষ প্লেঅফে সন্ধা সাড়ে ৭টার খেলায় শেষমেষ পার্থক্য গড়ে দিল ব্যাটিংয়ের সময় হায়দরাবাদের পক্ষে ১০ বলে আফগানিস্তানের আলো ছড়ানো ক্রিকেটার রাশিদের ৩৪ রানের ঝড়ো ইনিংস, আর বোলিংয়ের সময় কলকাতার ক্যাপ্টেন দিনেস কার্তিককে সাকিবের বোল্ড আউট।

এতেই নাইটরা ফাইনাল থেকে ছিটকে গেল৷ কেকেআরকে ১৩ রানে হারিয়ে ফাইনালে উঠল সানরাইজার্স৷ ফাইনালে মুম্বাইয়ে চেন্নাইয়ের মুখোমুখি হবে হায়দরাবাদ৷

এর আগে রশিদ খানের ১০ বলে ৩৪ রান আর সাকিবের ২৮ রানে ভর করে ৭ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলে সানরাইজার্স৷ নাইটদের ফাইনালে যেতে প্রয়োজন ছিল ১৭৫ রান৷ কলকাতার বিরুদ্ধে বোলিংয়ে আলো ছড়িয়েছেন সাকিব। ৮ রানে থাকাকালীন কলকাতা অধিপতি দীনেশকে বোল্ড করেন সাকিব আল হাসান। সব মিলিয়ে ২০ ওভার শেষে ১৬০ রানে থামে কলকাতার ইনংস। জিতে যায় সাকিবের হয়দরাবাদ। ফাইনালেও তারা।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*