প্রাণের ৭১

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক পদে শেখ আতাউর রহমান

মোহাম্মদ হাসানঃ জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমমিন (ইসি)। আগামী ১৭ অক্টোবর স্থানীয় এই সরকারের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ষষ্ঠতম কমিশন সভা শেষে গেলো মঙ্গলবার (২৩ আগস্ট) নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচনের এ তফসিল ঘোষণার পরপরই সারা দেশের মতো চট্টগ্রাম জেলা পরিষদে প্রশাসক পদে কে আসছেন তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনায় উঠে এসেছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ আতাউর রহমান।

তৃণমূল আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মীদের মতে আগামীর কঠিন সময় মোকাবিলায় ‘৭৫ পরবর্তী দূঃসময়ের ত্যাগী ছাত্রলীগ নেতা, দক্ষ সংগঠক শেখ মোঃ আতাউর রহমান এর কোন বিকল্প নাই।



« (পূর্বের সংবাদ)



মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*