চিকিৎসার জন্য ব্যাংককে গেলেন মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গেছেন। স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে রোববার বেলা ১১টা ০৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে যাত্রা করেন তিনি।
পরিবার সদস্যরা জানান, ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নেবেন বিএনপি মহাসচিব। সেখানে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ভিসুটের অ্যাপয়েন্টমেনটও করা হয়েছে। আগামী সপ্তাহেই তার দেশে ফেরার কথা রয়েছে।
এদিকে বিএনপির একটি নির্ভরশীল সূত্র জানায়, ব্যাংককে চিকিৎসা শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে যুক্তরাজ্যে যাবেন।
এর আগে সর্বশেষ ২০১৬ সালের ২৮ এপ্রিল হৃদরোগের চিকিৎসার জন্য ব্যাংকক যান মির্জা ফখরুল।
« দেরাদুনে নিদারুণ বাংলাদেশ। (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) মুন্সিগঞ্জ-গজারিয়া ফেরী সার্ভিস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী »