প্রাণের ৭১

জানুয়ারিতে চালু হবে ফেসবুকের ভার্চুয়াল মুদ্রা

জানুয়ারিতেই সীমিত পরিসরে নিজেদের ক্রিপটোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা ‘লিব্রা’ চালু করতে যাচ্ছে ফেসবুক।

গত বছরের জানুয়ারিতেই ফেসবুক ঘোষণাটি দিয়েছিল—এ বছরই তারা নিজস্ব ভার্চুয়াল মুদ্রা লিব্রা চালু করবে। তাতে অবশ্য গোল বাধিয়েছে করোনা মহামারি। পাশাপাশি বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ও নিয়ন্ত্রক সংস্থার বিরোধিতা তো ছিলই। ফলে সব মিলিয়ে কিছুটা সময় নিয়েছে ফেসবুক। তখন তারা একক স্থির-কয়েন পদ্ধতির কথা চিন্তা করে। এই ধরনের মুদ্রা ডলারসহ বিভিন্ন মুদ্রার বিপরীতে ব্যবহার করা যায়।
লিব্রা জমা রাখতে ‘ক্যালিব্রা’ নামের একটি সাবসিডিয়ারি চালু করছে ফেসবুক, যা ডিজিটাল ওয়ালেট হিসেবে ভার্চুয়াল মুদ্রা সংরক্ষণ, আদান-প্রদান ও খরচ করার সুবিধা দেবে। ফেসবুকের কয়েক শ কোটি ব্যবহারকারীর মেসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত থাকবে ক্যালিব্রা। সূত্র : ম্যাশেবল






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*