প্রাণের ৭১

নাইজেরিয়ায় সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ৫৫

নাইজেরিয়া সরকার বলছে, দেশটির উত্তরাঞ্চলীয় কাদুনা রাজ্যে সাম্প্রদায়িক সহিংসতায় ৫৫ জন নিহত হয়েছে।

এক মুখপাত্র জানায়, ওই রাজ্যের কাসুয়ান মাগানি শহরে বৃহস্পতিবারের এ ঘটনায় নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি নিন্দা জানিয়েছেন।

ভুল বোঝাবুঝি থেকে রক্তপাতের এই ঘটনাগুলো শান্তিপূর্ণভাবে সমাধান করা যেতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।

পুলিশ কমিশনারের বরাত দিয়ে রাজ্য সরকার বলছে, এ ঘটনায় জড়িত সন্দেহে ২০ জনের অধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য সত্ত্বেও দেশটিতে শান্তি ও সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়েছেন ওই রাজ্য সরকার।

জাতিগত ও ধর্মীয় কারণে মধ্য নাইজেরিয়ায় সহিংসতা বাড়ছে বলে মনে করা হলেও অনেকে আফ্রিকার এই দেশটিতে ক্রমবর্ধমান জনসংখ্যার বিপরীতে সম্পদের অপ্রতুলতাকে দায়ী মনে করেন।

নাইজেরিয়া এমন একটি দেশ, যেখানে প্রায় সমানভাবে দক্ষিণে খ্রিস্টান এবং উত্তরে মুসলিম সম্প্রদায়ের বসবাস রয়েছে
।(এপি/ইউএনবি






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*