নাসিক নির্বাচনে শেষ দিনের প্রচারনায় লাইলী ও কাশেম
নাসিক নির্বাচনে শেষ দিনের প্রচারনায় লাইলী ও কাশেম
নির্বাচনী প্রচারণার শেষ দিনে মিছিল-স্লোগানে সরগরম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা। উৎসবমুখর পরিবেশে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান দুই মেয়র প্রার্থীই। আর ভোট সুষ্ঠু করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভি এবং স্বতন্ত্র প্রার্থী বিএনপির নেতা তৈমূর আলম খন্দকার। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণার শেষ দিনে সর্বাত্মক গনসংযোগ চালাচ্ছেন দুই মেয়র প্রার্থী।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে প্রচারণা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ ফরিদুন্নাহার লাইলী।
সিদ্ধিরগঞ্জ থানার নাসিক ৮ নম্বর ওয়ার্ডের গোদনাইল, উত্তর ধনকুন্ডা , ক্যানেল পার্কসহ আশপাশের বিভিন্ন এলাকায় গনসংযোগ করে ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ এবং নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। এসময় ফরিদুন্নাহার লাইলীর সাথে নির্বাচনী প্রচারনায় অংশগ্রহন করেন ফ্রান্স প্রবাসী, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এম এ কাশেম।
নির্বাচনী প্রচারনার সময় সংক্ষিপ্ত বক্তব্যে ফরিদুন্নাহার লাইলী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী হলেন ডা. সেলিনা হায়াৎ আইভী। নারায়ণগঞ্জের প্রতিটি রাস্তাঘাটে উন্নয়নের ছোঁয়া লেগেছে।
আইভী নারায়ণগঞ্জের মানুষের মন জয় করেছেন। এখন উন্নয়নের ধারাবাহিকতার জন্য আবারও আইভীকে জননেত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জের মেয়র হিসেবে দেখতে চান। আগামী ১৬ জানুয়ারি সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার প্রার্থী আইভীকে নির্বাচিত করুন।
নগরীর বিভিন্ন এলাকার রাস্তাঘাট মাইকিং আর কর্মী-সমর্থকদের মিছিল-স্লোগানে সরগরম। নগরীতে ব্যাপক প্রচারনা চালান আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভি। এসময় তিনি ভোটারদের উৎসাহ নিয়ে ভোট দিতে আসার আহ্বান জানান। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নির্বাচনে নারায়ণগঞ্জবাসী নৌকার পাশেই থাকবে, বলেন আইভী।