প্রাণের ৭১

প্রথমবারের মতো হোয়াইট হাউসে ইফতারের আয়োজন করছেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক- প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর হোয়াইট হাউজে আগামী বুধবার প্রথমবারের মতো ইফতার আয়োজন করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই ইফতারের পরেই নৈশভোজেরও আয়োজন করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের রাজনীতিভিত্তিক সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এর আগে প্রতি বছর হোয়াইট হাউজ ইফতার আয়োজন করে আসছিল। এটি প্রায় দুই দশকের ঐতিহ্য। কিন্তু গত বছর এই রীতি ভেঙ্গে ইফতার আয়োজন বন্ধের বিতর্কিত সিদ্ধান্ত নেন ট্রাম্প।

হোয়াইট হাউজে প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সময় থেকে মুসলমানদের সম্মানে এই আয়োজন হয়ে আসছিল। জর্জ ডব্লিউ বুশ এবং বারাক ওবামাও ইফতার আয়োজন করেছিলেন। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী মুসলিম নেতারা, কূটনৈতিক মিশনের লোকজনসহ আইনপ্রণেতারা হোয়াইট হাউজের ইফতার ও নৈশভোজে যোগ দিয়ে থাকেন।

চলতি রমজানের শুরুতে বার্তা দিয়েছিলেন ট্রাম্প। বার্তায় তিনি বলেছিলেন, ‘আমেরিকার সমাজ জীবনে ধার্মিকতায় রমজান আমাদের মুসলিমদের প্রাচুর্যতার কথা স্মরণ করিয়ে দেয়।’






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*