প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মায়ানী যুবলীগের দোয়া মোনাজাত
মোহাম্মদ হাসানঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনার ৭৪তম জন্মদিনকে সামনে রেখে চট্টগ্রামের মীরসরাই উপজেলার আবুতোরাব কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মায়ানী ইউনিয়ন যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজ শুক্রবার জুমার নামাজ শেষে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মায়ানী ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু হেনা বাদশাসহ আওয়ামী লীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
আবু হেনা বাদশা বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের কাছে শেখ হাসিনা আমানত স্বরূপ। তিনি আমাদের পথপ্রদর্শক। অন্ধকারের অমানিশা কাটিয়ে বঙ্গবন্ধু কন্যা একটি জাতিকে নতুন পথের দিশা দেখিয়েছেন। তাঁর সুযোগ্য নেতৃত্বে দেশ দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। তাঁর নেতৃত্বেই বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করব।
পরে দোয়া পরিচালনা করেন ওই মসজিদের ইমাম মাওলানা আবু জাফর নিজামী। এ সময় শেখ হাসিনার দীর্ঘায়ু এবং দেশ ও জাতির সুখ, সমৃদ্ধি, শান্তি ও উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।