প্রানের’৭১ এর সাধারন সম্পাদক সুব্রত অভি সড়ক দূর্ঘটনায় আহত।
আজ শুক্রবার (৩১শে মে) বঙ্গবন্ধুর আর্দশের সংগঠন প্রানের’৭১ এর সাধারণ সম্পাদক জনাব সুব্রত অভি রাজধানীর চানখারপুলে সড়ক দূর্ঘটনায় আহত হয়েছে। গত ৩০ শে মে প্রানের’৭১ এর ৬ষ্ঠ জম্ম বার্ষিকী উপলক্ষে আজ ধানমন্ডিতে বঙ্গবন্ধু জাদুঘর এর সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্থবক অর্পণ ও বার্ষিক ইফতারের আয়োজন করা হয়।৷
প্রাণের’৭১ এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বিকেল ৪টায় বাসা থেকে বের হতেই জানা যায় সুব্রত অভি এক্সিডেন্ট করে ঢাকা মেডিকেলে, দ্রুত সেখানে সংগঠনটির সহ সভাপ্রতি নাসরিন হক উপস্থিত হয়। সেখানে জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া হয়। বুকে এক্সরে , সিটি স্ক্যান করা হয় । কানে ব্লিডিং হয়েছে, থুতনিতে ৪টা সেলাই পড়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমান তিনি বাসায় অবস্থান করছেন।
সন্ধ্যায় প্রানের’৭১ এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও বার্ষিক ইফতার আয়োজন হয়। এতে সংগঠনটির সভাপতি জনাব মুমিনুল আহসান সহ নেতৃবৃন্দ উপস্থিতে সকলে সাধারণ সম্পাদক জনাব সুব্রত অভি দাদার দ্রত সুস্থতা কামনা করে।