বগুড়ায় ডাকসু সভাপতি নুরের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ
ডাকসুর সভাপতি নুরুল হক নুর বগুড়ায় হামলার শিকার হয়েছেন। স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা তার ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে, বিষয়টি অস্বীকার করেছে জেলা ছাত্রলীগ।
রোববার (২৬ মে) ইফতারের দাওয়াতে গেলে বগুড়া উডবার্ন লাইব্রেরি চত্বরে তার ওপর এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। হামলায় ডাকসুর সভাপতি নুর সহ আরও দুই জন আহত হয়েছেন।
হামলার পর আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর নুর সহ আহতরা হাসপাতাল থেকে অন্যত্র চলে যান বলে জানা গেছে।
« ধর্ম নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেফতার (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) নুসরাত হত্যা: ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা »