প্রাণের ৭১

বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ৫৫ হাজার রোহিঙ্গা সৌদি আরবে

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

 

বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ৫৫ হাজার রোহিঙ্গা সৌদি আরবে গেছেন। তাদের পাসপোর্টের মেয়াদ না থাকায় বা পাসপোর্ট হারিয়ে যাওয়ায় তাদের তালিকা বাংলাদেশকে দিয়েছে সৌদি আরব। বাংলাদেশের পাসপোর্ট নিয়ে যাওয়ায় সৌদি আরব এদেরকে বাংলাদেশি নাগরিক হিসেবে বিবেচনা করছে বলে জানিয়েছেন সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান।

আজ রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ত্রাণ বিতরণ অনুষ্ঠান শেষে  এ মন্তব্য করেন তিনি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সেখানে উপস্থিত ছিলেন।

 

এ বিষয়ে ইসা বিন ইউসুফ আল-দুহাইলান বলেন, ‘আমরা বাংলাদশেকে এমন একটি তালিকা দিয়েছি যাতে পাসপোর্ট হারিয়ে গেছে বা‌ মেয়াদ শেষ হয়ে গেছে এমন ৫৫ হাজার বাংলাদেশির নাম রয়েছে। তাদের নতুন পাসপোর্ট করতে হবে অথবা পাসপোর্ট নবায়ন করতে হবে। ইতিমধ্যেই সমস্যা সমাধানে বাংলাদেশ একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে বিষয়টি দেখছে।’

 

৫৫ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি বলে বিবেচনা করা হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা তো বাংলাদেশের পাসপোর্ট নিয়েই ঢাকা হয়ে রিয়াদ কিংবা দাম্মাম হয়ে সৌদি আরবে পৌঁছেছে। কাজেই তারা অবশ্যই বাংলাদেশি।’

 

এদিকে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বাংলাদেশি নাগরিক যদি ওইখানে (সৌদি আরব) রোহিঙ্গা ‌হিসেবে গিয়ে থাকে, তাদের পাসপোর্ট না থাকলে আমরা তা অবশ্যই দেব। আর রোহিঙ্গাদের মধ্যে যারা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে গেছে তারা নবায়নের জন্য আবেদন জানালে…আর যদি বাংলাদেশের পাসপোর্ট নিয়ে না যায় আর রোহিঙ্গাই হয়ে থাকে, তবে সেসব ক্ষেত্রে বিচার–বিশ্লেষণ করে আমরা সিদ্ধান্ত নেব।’

 

মন্ত্রী বলেন, ‘আপনারা জানেন রোহিঙ্গা সমস্যা নতুন নয়। ‌৫০-৬০ বছর আগেও রোহিঙ্গারা এসেছে। আর সৌদি আরব এতটাই উদার যে সেই সময় রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল। সৌদি আরবের একটা এলাকায় রোহিঙ্গারা থাকে। আমরা সব সময় বলছি, রোহিঙ্গারা বাংলাদেশি নয়, এরা মিয়ানমারের অধিবাসী।’

 

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের লোকজনকে পাসপোর্ট দিলে তা অবশ্যই নবায়ন করব। কিন্তু মিয়ানমারের অধিবাসী হলে তারা বাংলাদেশি নয়।’






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*