প্রাণের ৭১

মীরসরাইয়ের মায়ানীতে ইঞ্জি: মোশাররফ’র সভা শেষে সন্ত্রাসী হামলায় ২ ছাত্রলীগ কর্মী আহত

মোহাম্মদ হাসানঃ চট্টগ্রামের মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত পরিচিত সভায় প্রধান অতিথি সবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বক্তৃতা করে ফিরে যাওয়ার পর আগত কর্মীরা ঘরে ফিরে যাওয়ার পথে নিজ দলীয় কর্মীদের হামলায় দু’ছাত্রলীগ কর্মী আহত হওয়ার অভিযোগ উঠেছে।

৩০ জানুয়ারি শনিবার সন্ধ্যা রাতে উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের রাওয়ালী পোল এলাকায় প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ নেতা আব্দুল কাইয়ুম ও ছাত্র নেতা লিমন বড়ুয়া নামে দু’জন আহত হয়। বর্তমানে আহতরা মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

এবিষয়ে ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে বলা হচ্ছে ডাকাতি ও ধর্ষণ মামলার আসামি শাখাওয়াত, সামছুদ্দৌহা পাশ্ববর্তী সাহেরখালী ইউনিয়নের রিপনের নেতৃত্বে স্থানীয় রাজনীতির পছন্দ অপছন্দের বৈরীতায় এ ঘৃণিত হামলা হয়েছে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*