মুস্তাফিজকে হারাল বাংলাদেশ!
আফগানিস্তান সিরিজে খেলতে ভারতের দেরাদুনের উদ্দেশে রওনা হওয়ার আগেই বাংলাদেশের জন্য বিশাল ধাক্কা! পায়ের ইনজুরিতে সিরিজ থেকে ছিটকে গেছেন মোস্তাফিজুর রহমান। দলের অন্যতম সেরা পেসারকে হারিয়ে টাইগাররা স্তম্ভিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খানও কাটার-মাস্টারকে হারানোর দুঃখে কাতর।
আইপিএল খেলে ভারত থেকে পায়ের আঙুলের চোট নিয়ে ফিরেছিলেন মোস্তাফিজ। ঢাকায় ফিরে তিনি চলে যান নিজের বাড়ি সাতক্ষীরায়। সেখানে কয়েক দিন কাটিয়ে ঢাকায় ফিরে গত শনিবার একটা প্রস্তুতি ম্যাচও খেলেছিলেন ‘দ্য ফিজ’। ওই ম্যাচের পর টাইগারদের ভারপ্রাপ্ত কোচ কোর্টনি ওয়ালশ জানিয়েছিলেন, মোস্তাফিজের ইনজুরি তেমন গুরুতর নয়।
কিন্তু মঙ্গলবার সকালে দলের সঙ্গে ভারতের পথে রওনা হতে পারেননি কাটার-মাস্টার। এরপরই জানা গেছে, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না তিনি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমকে দুঃসংবাদটা জানিয়ে আকরাম খান বলেছেন, ‘মোস্তাফিজ আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে। ও সিরিজ থেকে ছিটকে পড়ায় আমাদের পেস আক্রমণের শক্তি অনেক কমে গেছে। ইনিংসের শুরুর দিকে আর ডেথ ওভারে ওর ওপরে আমরা অনেক ভরসা করি। মোস্তাফিজের না থাকা আমাদের জন্য অনেক বড় ধাক্কা।’
বাঁহাতি পেসারের ইনজুরি নিয়ে আকরামের বক্তব্য, ‘সে মুম্বাই ইন্ডিয়ান্সের শেষ ম্যাচে ব্যথা পেয়েছে। ঢাকায় ফেরার পর ফিজিওকে ইনজুরির কথা জানিয়েছিল। শুরুতে তেমন ব্যথা ছিল না, পরে ধীরে-ধীরে বেড়েছে। গতকাল (সোমবার) ধরা পড়েছে, চোটটা আসলেই গুরুতর।’
আফগানিস্তান সিরিজে মোস্তাফিজের পরিবর্তে কাকে নেওয়া হবে? প্রশ্নটার উত্তর দিতে পারেননি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান, ‘আগামীকাল বা পরশু মোস্তাফিজের জায়গায় কে খেলবে জানিয়ে দেবো আমরা। দল আজ (মঙ্গলবার) দেরাদুনে গিয়েছে, বুধবার প্রথম অনুশীলন করবে। সবকিছু দেখেই আমরা বদলি খেলোয়াড় ঠিক করবো।’