প্রাণের ৭১

মেয়ের ধর্ষককে কুপিয়ে হত্যা করলো বাবা

ভারতের তামিলনাড়ুর থেনি জেলার চিন্নামান্নুরের ভেপ্পামপাত্তি রোডে ভরদুপুরে এক বাবা কুপিয়ে হত্যা করলেন মেয়ের ধর্ষণকারীকে। নিহতের নাম রথিনাভেল পান্ডিয়ান। বয়স ৪০ বছর।

 

চিন্নামান্নুরের কাছে সিলায়ামপাত্তির বাসিন্দা ছিল সে।

 

 

পুলিশ জানিয়েছে, ওই অঞ্চলের নারকেল বাগানে গাছে ওঠার কাজ করতো রথিনাভেল। গত বুধবার অভিযুক্ত কোচাদাইয়ানকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশি তদন্তে জানা গেছে, নির্যাতিতা কিশোরীর পাড়াতেই থাকত রথিনাভেল পান্ডিয়ান।

 

 

বিবাহিত ওই ব্যক্তির দুই সন্তানও আছে। পরিচিত হওয়ার সুযোগ নিয়েই কিশোরীকে ধর্ষণ করে সে। এই ঘটনায় মানসিক অবসাদে আত্মহত্যার পথই বেছে নেয় ওই কিশোরী।

তারপর থেকেই পান্ডিয়ান এবং কোচাদাইয়ানের মধ্যে অশান্তি লেগে থাকত। তেমনই এক অশান্তির জেরে গত মঙ্গলবার কোচাদাইয়ান কুপিয়ে হত্যা করে মেয়ের ধর্ষককে। গ্রেফতারের পর কোচাদাইয়ানকে জেল হেফাজতে রাখা হয়েছে।

 

 






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*