রাজনীতি কি এবং কেন করতে হয়?রাজনীতিবিদের কাছে ইহা একটি পেশা ! – মোহাম্মদ হাসান
রাজনীতি কি এবং কেন করতে হয়? আমাদের দেশের রাজনীতির যে ধারা চলছে, এ প্রেক্ষাপটে এসব প্রশ্নের উত্তর খোঁজা এখন জরুরি হয়ে পড়েছে। রাজনীতির সংজ্ঞা ব্যাপক এবং বিশ্লেষণ সাপেক্ষ ব্যাপার। এর যেমন পুস্তকীয় সঙ্গা রয়েছে, তেমনি অতি সরল সঙ্গাও রয়েছে। পুস্তকীয় ভাষায় রাজনীতির মূল কথা হচ্ছে, একটি রাষ্ট্র কীভাবে চলবে, তার সাংবিধানিক কাঠামো কী হবে এই সিদ্ধান্ত গ্রহণ করা। এসব সিদ্ধান্তের মধ্যে অনেক জটিল বিষয়-আসয় থাকে। সেগুলো সাধারণ মানুষের পক্ষে বোঝা সহজ নয়। এগুলো গবেষণার বিষয়। এ জন্য রাষ্ট্র বিজ্ঞান নামে পড়ালেখার আলাদা বিষয় রয়েছে। তবে রাজনীতি বলতে সাধারণ মানুষ যা বোঝে তা হচ্ছে, এটি তাদের এবং সকলের কল্যাণের নীতি। তারা বোঝে, এর মাধ্যমে রাষ্ট্র তাদের কল্যাণে কাজ করে এবং সবসময়ই করবে। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে দেশের মান-সম্মান এবং ভাবমর্যাদা উজ্জ্বল করার ক্ষেত্রেও রাজনীতি কাজ করবে। আমাদের দেশের রাজনীতি এবং এর ধারা কেমন তা সাধারণ মানুষ কম-বেশি জানে। স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে তারা বোঝে, রাজনীতি তাদের কল্যাণে খুব কমই ব্যবহৃত হয়। এটা মূলত তাদের জন্যই যারা দল গঠন করে এ নীতি অবলম্বনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যেতে এবং থাকতে চায়। ক্ষমতায় যাওয়া এবং থাকার জন্য তারা এর নানারকম কলা কৌশল অবলম্বন করে। যদিও প্রত্যেকটি দলেরই লক্ষ্য রাজনীতির মাধ্যমে জনগণের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করা, তবে এর প্রকৃত প্রতিফলন খুব কম দেখা যায়। …