প্রাণের ৭১

রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক

মিয়ানমারে বসবাসরত আরও প্রায় ছয় লাখ রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর অবস্থা ‘আরও খারাপ’ হতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ। মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর এমন উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

মিয়ানমারের পরিস্থিতি নিয়ে জাতিসংঘের জাতীয় নিরাপত্তা পরিষদ আজ জরুরি বৈঠক ডেকেছে। জানা যায়, ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠকে মিয়ানমার নিয়ে আলোচনা করার পরিকল্পনা রয়েছে।

এর আগে জাতিসংঘের মহাসচিব আন্তেনিয় গুতেরেস মিয়ানমারের অভ্যুত্থানকে গণতান্ত্রিক প্রক্রিয়ার ভয়াবহ বিচ্যুতি বলে উল্লেখ করেছেন।

এদিকে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক সাংবাদিকদের বলেন, রাখাইন রাজ্যে এখন প্রায় ছয় লাখ রোহিঙ্গা রয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ২০ হাজার মানুষ শিবিরে বন্দিজীবন কাটাচ্ছেন। তারা নির্বিঘ্নে চলাচল করতে পারেন না।

স্টিফেনের ভাষায়, আমাদের ভয় হলো সাম্প্রতিক ঘটনায় রোহিঙ্গাদের জন্য পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠতে পারে।

সোমবার (১ ফেব্রুয়ারি) ভোরে সেনাবাহিনীর অভিযানে মিয়ানমারের রাষ্ট্রপতি উইন মিন্ট ও অং সান সু চিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর দেশটির মিলিটারি টিভি নিশ্চিত করে যে, দেশটিতে এক বছরের জরুরি অবস্থা জারি করা হয়েছে।

একই সঙ্গে সামরিক বাহিনী জানায়, তারা ক্ষমতা কমান্ডার-ইন-চিফ মিন অং লাইংয়ের কাছে হস্তান্তর করেছে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*