প্রাণের ৭১

সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন আবুল হোসেন বাবুল

মোহাম্মদ হাসানঃ মীরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নে সামাজিক, মানবিক ও শিক্ষা উন্নয়ন মূলক কাজে বিভিন্ন সময়ে জনসচেতনতামূলক কর্মকাণ্ডের জন্য সচেতন মহলে প্রশংসিত হয়েছেন মীরসরাই উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক, আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয় ও পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ এর সভাপতি আবুল হোসেন বাবুল।

তারই ধারাবাহিকতায় ২৫ ডিসেম্বর রবিবার মীরসরাইয়ের জোরারগঞ্জে মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে আমরা মুক্তিযুদ্ধার সন্তান, মীরসরাই উপজেলা শাখা আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ সম্মানে ভূষিত হলেন তিনি।

আমরা মুক্তিযুদ্ধার সন্তান মীরসরাই উপজেলা শাখার সভাপতি নয়ন ধুমের সভাপতিত্বে অনুষ্ঠিত গুণীজন সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য, আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল, প্রধান বক্তা ব্যারিষ্টার জাকির হোসেন, বিশেষ অতিথি ও সংবর্ধিত গুণীজন বিজয় মেলা পরিষদের মহাসচিব কাটাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, বীর মুক্তিযোদ্ধা ডাঃ জামশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, মেলা পরিষদের প্রধান সমন্বয়ক চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার, মীরসরাই থানার অফির্সাস ইনচার্জ কবির হোসেন, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন, মঘাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফায়েল উল্লাহ চৌধুরী নাজমূল, ইছাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল আলম, মীরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাসান প্রমূখ।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*