প্রাণের ৭১

কুয়েতের দায়িত্ব নিলেন গিবস

কুয়েত জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন দক্ষিণ আফ্রিকার সাবেক মারকুটে ওপেনার হার্সেল গিবস। ২০২০ সালের টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে গিবসকে দলের দায়িত্ব দিয়েছে কুয়েত ক্রিকেট বোর্ড। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ খবর নিশ্চিত করেছেন গিবস নিজেই।

টুইটারে এক বার্তায় গিবস বলেন, ‘এটি অনেক বড় দায়িত্ব। আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জও বটে।’

অস্ট্রেলিয়ার মেলবোর্নে ২০২০ সালে অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপের সপ্তম আসর। এর আগে আগামী এপ্রিলে শুরু হবে বিশ্বকাপের আঞ্চলিক বাছাই পর্বের খেলা। তাই বাছাই পর্বে ভালো পারফরমেন্স করে মূল লড়াইয়ে টিকিট নিশ্চিত করতে গিবসকে নিয়োগ দিলো কুয়েত ক্রিকেট বোর্ড।

এতদিন আফগানিস্তানের ঘরোয়া টি-২০ টুর্নামেন্টের একটি দলের কোচের দায়িত্ব পালন করেছেন গিবস।

১৯৯৬ থেকে ২০১০ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে ৯০ টেস্টে ৬১৬৭, ২৪৮ ওয়ানডেতে ৮০৯৪ ও ২৩টি টি-ম্যাচে ৪০০ রান করেছেন গিবস। ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে হল্যান্ডের বিপক্ষে ম্যাচে ডান-হাতি লেগ স্পিনার ড্যান ভেন বুঙ্গিকে এক ওভারে ছয়টি ছক্কা মারেন ৪৪ বছর বয়সী গিবস।



« (পূর্বের সংবাদ)



মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*