প্রাণের ৭১

চলন্ত ট্রেন থেকে ছুড়ে ফেলা হলো যাত্রীকে!

চলন্ত ট্রেনে ছিনতাইয়ের খপ্পরে পড়লেন এক যাত্রী। তার মোবাইল ও টাকা কেড়ে নেওয়ার পর ধাক্কা মেরে চলন্ত ট্রেন থেকে ফেলে দিল দুষ্কৃতীরা। শুক্রবার ভারতের মালদাহ রেলস্টেশনে এ ঘটনা ঘটেছে। এই ঘটনায় ফের রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে এখনও পর্যন্ত অধরা দুষ্কৃতীরা। খবর আনন্দবাজার পত্রিকার।

মুর্শিদাবাদের ফরাক্কার বাসিন্দা লক্ষ্মণ রায়। শুক্রবার সকালে হাটেবাজারে এক্সপ্রেস করে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন তিনি। সেই সময়ই মালদা স্টেশনে ট্রেনটি ঢোকার মুখে ঘটনাটি ঘটে। লক্ষ্মণ রায়ের কাছ থেকে মোবাইল, টাকা দাবি করে দুষ্কৃতীরা। তিনি তা দিতে অস্বীকার করলেই তার ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। তার কাছ থেকে কেড়ে নেওয়া হয় মোবাইল ও টাকা। এরপরই তাকে দুষ্কৃতীরা ধাক্কা মেরে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়।

এদিকে এই ঘটনার পরেও রেল পুলিশের তরফে কোনও যথাযথ সাহায্য মেলেনি বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মালদা স্টেশন চত্বরে বারবারই ট্রেনযাত্রীদের ওপর এ ধরনের দুষ্কৃতীর হামলার ঘটনা ঘটছে। কিন্তু তারপরেও নির্বিকার রেল প্রশাসন।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*