প্রাণের ৭১

জনতা ব্যাংকের নতুন চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন লুনা শামসুদ্দোহা। তিনি এর আগে ব্যাংকটির পরিচালক ছিলেন। এ তথ্যটি যুগান্তরকে নিশ্চিত করেছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুস ছালাম আজাদ।

জানতে চাইলে লুনা সামসুদ্দোহা বুধবার রাতে যুগান্তরকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখে জনতা ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন, তিনি আমাকে সম্মানিত করেছেন। আমি তার মর্যাদা রক্ষা করব।’

জনতা ব্যাংক সূত্র জানায়, লুনা সামসুদ্দোহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে ১৯৭৮ সালে এমএ ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি একই বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউট-এ প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন।

১৯৯২ সালে দোহাটেক নিউ মিডিয়া প্রতিষ্ঠার মাধ্যমে তার ব্যবসায়িক জীবনের সূচনা ঘটে এবং দেশের একজন আইটি বিশেষজ্ঞ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তার প্রতিষ্ঠান সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানেই-গভর্নেন্স প্রকল্পের সঙ্গে যুক্ত, এরমধ্যে ই-জিপি সিস্টেম অন্যতম। ২০০৭-২০০৮ সালে তিনি জাতীয় পরিচয়পত্র তৈরিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*