ভারতে পাচারকালে ১ কেজি স্বর্ণ আটক
ভারতে পাচারকালে বেনাপোল চেকপোস্টের পুটখালি সীমান্ত থেকে এক কেজি ৩৪০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার আটক করেছে বিজিবি।
শুক্রবার বিকালে স্বর্ণগুলোসহ মনিরুল ইসলাম (২৫) নামে এক চোরাকারবারিকেও আটক করা হয়। আটক মনিরুল বেনাপোলের পুটখালি গ্রামের সাবুর আলীর ছেলে।
২১ বিজিবি কমান্ডিং অফিসার লে. কর্নেল তারিকুল হাকিম জানান, বিপুল পরিমাণ স্বর্ণের বার পুটখালি সীমান্ত দিয়ে ভারতে পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল পুটখালি সীমান্তে অভিযান চালিয়ে মনিরুল ইসলাম নামে এক চোরাচালানিকে আটক করে।
পরে তার দেহ তল্লাশি করে ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়। আটক স্বর্ণের মূল্য প্রায় ৫০ লাখ টাকা। স্বর্ণগুলো বেনাপোল কাস্টম হাউসে জমা দেয়া হবে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
« কুর্দিদের হামলায় তুরস্কের ৮ সেনা নিহত (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) চলন্ত ট্রেন থেকে ছুড়ে ফেলা হলো যাত্রীকে! »