সোহরাওয়ার্দীতে ওয়ার্কার্স পার্টির সমাবেশ শনিবার
রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার সমাবেশ করবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। সামাজিক ন্যায্যতা-সমতা প্রতিষ্ঠাসহ মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক আধুনিক বাংলাদেশ গড়ে তোলাসহ ২১ দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করতে যাচ্ছে দলটি।
শনিবার দুপুর ২টায় এ সমাবেশ শুরু হবে। ইতিমধ্যে সমাবেশ সফল করতে ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করবেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। পার্টির শীর্ষ নেতারা এতে বক্তৃতা করবেন।
জানতে চাইলে এ প্রসঙ্গে পার্টির সভাপতি রাশেদ খান মেনন বৃহস্পতিবার যুগান্তরকে বলেন, এই সমাবেশের মধ্য দিয়ে তারা দেশবাসীর সামনে ২১ দফা কর্মসূচি তুলে ধরবেন। যার লক্ষ্য হবে চলমান উন্নয়নের সঙ্গে জনগণকে অংশীদার করা।
সমাবেশকে সামনে রেখে পার্টির ঢাকা মহানগরীসহ সারা দেশের বিভিন্ন জেলা-উপজেলায় চলছে লিফলেট বিতরণ, পথসভা, প্রচার মিছিল। এর অংশ হিসেবে সোমবার ঢাকায় উত্তরা, মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুরসহ আরও কয়েকটি স্থানে পথসভা অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক কিশোর রায়ের নেতৃত্বে এসব পথসভা অনুষ্ঠিত হয়। পার্টির নেতাকর্মীরা এসব কর্মসূচিতে অংশ নেন।