প্রাণের ৭১

যশোরে ওল ক্ষেতে মিলল ৮ রকেট লাঞ্চার

যশোরে ওল ক্ষেতে মিলল ৮ রকেট লাঞ্চার; ঝিকরগাছা উপজেলায় পরিত্যক্ত আটটি রকেট লাঞ্চার উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঝিকরগাছা পৌর সদরের কৃষ্ণনগর মাঠপাড়ার একটি ওল ক্ষেত থেকে এসব রকেট লাঞ্চার উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, কৃষ্ণনগর গ্রামের কৃষক আজিজুর রহমান ওল ক্ষেতের বীজতলা তৈরি করতে গিয়ে এই রকেট লাঞ্চারের সন্ধান পান। এসময় পুলিশকে জানালে তারা মাটি খুঁড়ে পরিত্যক্ত আটটি রকেট লাঞ্চার উদ্ধার করা হয়।
ঝিকরগাছা থানার এসআই নাজমুল হোসেন বলেন, মুক্তিযুদ্ধের সময়ে হয়তো এগুলো পাকবাহিনী পুতে রাখতে পারে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*