২৫ এবং ২৬ শে মার্চের কর্মসূচি :প্রাণের’৭১
২৫ এবং ২৬ শে মার্চের কর্মসূচি :
“মুক্তির মন্দিরে সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে”
বন্ধুরা,
২৫শে মার্চ কালরাত্রিতে – বঙ্গবন্ধুর আদর্শের বন্ধুরা শহীদ মিনারের সামনে ৬:৩০ এ উপস্থিত হয়ে শহীদদের স্মরণে র্যালি করে জগন্নাথ হলের বধ্যভূতিতে যাবে এবং মোমবাতি প্রজ্জ্বলন করবে।
২৬ শে মার্চ স্বাধীনতা দিবসে ধানমন্ডি ৩২ এ সকাল ১০ টায় জাতিরপিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হবে।
উভয় কর্মসূচিতে স্বাধীনতার স্বপক্ষের সকলের উপস্থিতি কামনা করছি।
অনুরোধক্রমে
সুব্রত অভি
সাধারণ সম্পাদক
প্রাণের’৭১ (কেন্দ্রীয় কমিটি)
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
জয় হোক প্রাণের’৭১ এর।
« আমাকে শার্ট খুলে দেখাতে বলেছিলেন পরিচালক: জেনিফার (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইউরোপ ফিরছে গ্রীষ্মকালীন সময়ে ! »