আমার কানিজ শরিফা।
আমার আঙিনায়
‘আমার’
শব্দটির শব্দ হীনতায়
নিজের করে আর তোকে
বা তোর’ই দেয়া
প্রিয় অংশকে
আর কখনোই হলোনা বলা।
ঘরে দিয়েছিলি দ্বার,
বাতায়নে আর ফটকে
ছিল যে বড়ই কড়া প্রহরা,
মাঝে বাকী যেটুকি পথ
সেখানেও রেখেছিস
সতর্ক শর্ত আর ;
স্বার্থের বেড়াজাল
কিছুতেই আর ডিঙিয়ে যাওয়া
হয়না আমার!!!
বলা হয়ে ওঠেনা আর
প্রিয় শব্দ ‘আমার’
এতো যে ব্যকুলতা,
কখন যেন হয়ে যায়
ব্যাকুলতাশূন্য.. শূন্য!!
‘আমার’
ক্ষীণ প্রত্যাশা।
অবিবেচক প্রত্যাশা…
« দেশের বিভিন্ন স্থানে গতকাল হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উপলক্ষে লাখো পুণ্যার্থীর ঢল নামে (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড.গওহর রিজভী জার্মানির গবেষণা সংস্থার প্রতিবেদনকে ‘মনগড়া’ হিসেবে অভিহিত করেছেন। »