ওই আইনে বলা হয়েছে, পত্রিকা, রেডিও, টিভি, অনলাইনে প্রচারিত খবর বা তথ্য আংশিক ভুল হলেই ভুয়া খবর হিসেবে বিবেচনা করা হবে।
বিদেশি মিডিয়ায় মালয়েশিয়া সম্পর্কিত কোনো খবরকে ভুয়া খবর হিসেবে বিবেচনা করা হলে ঐ সাংবাদিক বা সংবাদমাধ্যম কর্তৃপক্ষ মালয়েশিয়ায় ঢুকলে তার বিরুদ্ধে এই আইনের আওতায় মামলা করা যাবে।দেশটিতে আগস্টে সাধারণ নির্বাচনের আগে এই আইনটি আনা হচ্ছে। ফলে এরইমধ্যে বিতর্ক শুরু হয়ে গেছে।
বেশ কিছুদিন ধরেই প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে দুর্নীতির বহু অভিযোগ নিয়ে বিস্তর বিতর্ক হচ্ছে। অধিকার কর্মীরা বলতে শুরু করেছেন – প্রধানমন্ত্রী রাজাক নির্বাচনের আগে তার বিরুদ্ধে সমস্ত সমালোচনার কণ্ঠ রুদ্ধ করতে এই আইন আনছেন।
ওই প্রস্তাবিত আইনে আরও বলা হয়েছে, ভুয়া খবর সারা বিশ্বের উদ্বেগ তৈরি করেছে। যার কারণে জনগণের সুরক্ষায় সরকার এই পদক্ষেপ নিচ্ছে।
সূত্র : বিবিসি