৩৪ কোটি টাকা প্রাথমিক ক্ষতিপূরণ পাচ্ছে ইউএস বাংলা
কাঠমান্ডুতে উড়োজাহাজ দুর্ঘটনার ক্ষতিপূরণ হিসেবে ইউএস বাংলা এয়ারলাইন্সকে প্রাথমিকভাবে ৪১ লাখ ৭২ হাজার ডলার (৩৪ কোটি ৬১ লাখ টাকা) দেওয়া হবে বলে জানিয়েছে সাধারণ বীমা করপোরেশন।
বিষয়টি নিশ্চিত করে সাধারণ বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শাহরিয়ার আহসান গণমাধ্যমকে বলেন, বিদেশি বীমা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে সংগ্রহ করে ওই অর্থ ইউএস-বাংলাকে প্রাথমিকভাবে দেওয়া হবে শুধু উড়োজাহাজের ক্ষতি সামলে ওঠার জন্য।
তবে এটি প্রাথমিকভাবে ক্ষতিপূরণ হিসেবে প্রতিষ্ঠানটিকে দেওয়া হচ্ছে। পরবর্তীতে আরো টাকা দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন তিনি।
সৈয়দ আহসান আরো বলেন, ওভারসিজ বীমা প্রতিষ্ঠানগুলো থেকে সরাসরি এই অর্থ দেওয়ার ব্যবস্থা হয়েছে। ধাপে ধাপে ইউএস বাংলা এয়ারলাইন্স আরও অর্থ পাবে।
তবে যাত্রীদের ক্ষতিপূরণ এখনো দেওয়া হচ্ছে না। তদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত এজন্য অপেক্ষা করতে হবে।
ইউএস-বাংলার ওই ফ্লাইটের ৭১ আরোহীর মধ্যে দুর্ঘটনায় ৫০ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে চার ক্রুসহ ২৭ জন ছিলেন বাংলাদেশি।