গ্যারি কারস্টেনকে পাচ্ছে বাংলাদেশ?
হাথুরুসিংহে বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব ছেড়ে চলে যাওয়ার পর কোচ আনতে কূল-কিনারা খুঁজে পাচ্ছে না বিসিবি। ক্রমাগত চালিয়ে যাওয়া চেষ্টার ধারাবাহিকতায় একেরপর এক নামের গুন্জন সামনে এলেও কোচ পায়নি বাংলাদেশ দল। মঙ্গলবার মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন, আইপিএলের পর গ্যারি কারস্টেনকে পাওয়ার আশা করছে বিসিবি। সেটিও কেবল শুধু টিম কনসালটেন্ট হিসেবে।
হেড কোচ বিষয়ে মীমাংসা বেশিদূর যে গড়ায়নি, সেটিও বেরিয়ে এল জালান ইউনুসের কথায়, ‘আমরা আসলে এখনও চেষ্টা করছি। নির্দিষ্ট কোন কোচ এখনও পাইনি, কিন্তু চেষ্টা করা হচ্ছে। জুনে উইন্ডিজের সাথে সিরিজ আছে, তার আগেই কোচ নিয়োগের চেষ্টা চলছে। কয়েকজনের সাথে কথা বলেছি আমরা। আমাদের যেসব চাহিদা, সেসব অনেকে পূরণ করতে পারছে না, তাই দেরিটা হচ্ছে।’
কোচ হওয়ার দৌঁড়ে তালিকায় কারা এগিয়ে সেটি অবশ্য বললেন না বিসিবির এ পরিচালক। ঘুরেফিরে টানলেন গত কিছুদিন উচ্চারিত হওয়া নামই, ‘এটাতো জানেন, বলা হয় না কোন সময়। টিম কনসালটেন্ট হিসেবে গ্যারি কারস্টেনের নাম আগেই বলেছেন বোর্ড সভাপতি। কারস্টেন আছেন তালিকায়। তবে উনি আসবেন টিম কনসালন্টেন্ট হিসেবে। পাকাপাকিভাবে আলাপ এখনও হয়নি। আশা করি আইপিএলের পরে হবে।’
জালাল ইউনুসের কথায় পরিষ্কার কারস্টেন হেড কোচের পদে আসছেন না। কেবল পরামর্শক হিসেবে আসার কথায় এগোচ্ছেন তিনি। সেটা হতে পারে অনূর্ধ্ব-১৯, এ-দল, বাংলাদেশ ক্রিকেটের সব বিভাগের সঙ্গেই। তবে এই সাউথ আফ্রিকান সাবেকের সঙ্গে চুক্তিটা হলে হবে ফুল টাইম এবং লম্বা সময়ের জন্যই।
সেই চুক্তির ব্যাপারেও আইপিএলের আসন্ন আসরের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে বিসিবিকে। বোর্ড অবশ্য আশাবাদী বলেই জানালেন জালাল ইউনুস, ‘আগের আলাপ আলোচনা অনুযায়ী এরকমই আছে। যেহেতু আইপিএলের পর আমাদের সাথে চূড়ান্ত একটা এগ্রিমেন্ট করবে, সেজন্য আমরা অপেক্ষা করছি। দেখা যাক কি হয়।’
ব্যাটিং কনসালটেন্ট হিসেবে নিল ম্যাকেঞ্জির আশাও ছাড়েনি বিসিবি। তবে এই প্রোটিয়া সাবেকের ব্যাপারেও এখনও কিছু নিশ্চিত করতে পারেনি বোর্ড।
আপদকালীন হেড কোচ হিসেবে সদ্যগত নিধাস ট্রফিতে ওয়ালশকে দায়িত্ব সঁপেছিল বিসিবি। বাংলাদেশ ফাইনালে ওঠে টাইগারদের এই নিয়মিত বোলিং কোচের অধীনে। তবে বিসিবি তাকে সামনে কেবল বোলিং কোচের দায়িত্বেই যে রাখতে চায় সেটিও বোঝা গেল জালাল ইউনুসের কথায়।
‘ওয়ালশের বিষয়টা বোর্ডের সিদ্ধান্ত। এই মুহূর্তে বলা মুশকিল। আমরা আশা করছি জুনে উইন্ডিজ সিরিজের আগে কোচ পেয়ে যাবো। যদি না পাই তাহলে বোর্ড থেকে একটা সিদ্ধান্ত দেয়া হবে। কোর্টনি ওয়ালশ কোচ থাকবে কি থাকবে না সেটা বোর্ডের সিদ্ধান্ত। তার দায়িত্ব নিদাহাস ট্রফি পর্যন্তই ছিল।’