প্রাণের ৭১

দুবাই এয়ারপোর্টে বনি কাপুরের সাথে সুজানা

বাংলাদেশি মডেল অভিনেত্রী সুজানা জাফরের সাথে সদ্য প্রয়াত বলিউড ডিভা শ্রীদেবীর স্বামী বনি কাপুর! বিষয়টি আশ্চর্জনকই বটে! বনির সাথে সুজানা কেন? এমন প্রশ্ন অনেকের মনেই হয়তো উঁকি দিতে পারে। অনেকে এটাও ভাবতে পারেন যে হুট করে সুজানা কি বলিউড চলে যাচ্ছেন?

উঁহু, এমনটা না। দুবাই এয়ারপোর্টে বনি কাপুরের সাথে দেখা হয়ে যায় বাংলাদেশি এই মডেলের। সুজানা নিজেই এই ছবিটি পোস্ট করেছেন। তাতে কোনো ক্যাপশন নেই। চেক ইন দেওয়া রয়েছে দুবাই এয়ারপোর্টের। তাহলে ঘটনা কী?

মধ্যপ্রাচ্যের দেশ দুবাইতে গিয়ে ড্রাইভিং শিখছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। দেশটির আল কুয়োজ এলাকায় বিশ্ববিখ্যাত বেলহাসা ড্রাইভিং সেন্টারে গাড়ি চালানোর জন্য এরই মধ্যে কোর্সও শুরু করেছেন তিনি।

দুবাইয়ের বেলহাসা ড্রাইভিং সেন্টার থেকে ড্রাইভিং লাইসেন্স পেতে হলে মোট ৪০ টি ক্লাস করতে হবে।  টানা করতে পারছেন না সুজানা। এজন্য ভেঙে ভেঙে করছেন। এই তো কিছুদিন আগেই দেশে এসেছিলেন। ফের চলে গিয়েছেন দুবাই। সুজানা সেসময় জানিয়েছিলেন তাঁর স্বজনেরা বেশিরভাগ দেশের বাইরে থাকে। তাই দেশের বাইরে গিয়ে যাতে গাড়ি চালাতে সমস্যা না হয় তাই এই গাড়ি চালনা প্রশিক্ষণ।

আর্জেন্টিনার জীবন্ত কিংবদন্তি ফুটবল তারকা ম্যারাডোনা, হলিউড অভিনেত্রী প্যারিস হিলটন, বলিউড অভিনেতা সাইফ আলী খান, সালমান খানের মত ব্যক্তিরা দুবাইয়ের বেলহাসা ড্রাইভিং সেন্টার ক্লাবটির সদস্য। আর এখান থেকেই গাড়ি চালানো শিখছেন বাংলাদেশের সুজানা। আর এই যাতায়ত পথেই হয়তো বনি কাপুরের সাথে দেখা হয়ে গেল সুজানার।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*