ঠাকুরগাঁওবাসীর জন্য প্রধানমন্ত্রীর ৬৮ উপহার
আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে তিনি ঠাকুরগাঁওবাসীর জন্য ৩৫ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন। পাশাপাশি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ৩৩টি প্রকল্পের।
প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব-১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত এক চিঠিতে প্রধানমন্ত্রীর ঠাকুরগাঁও সফরসূচিতে প্রকল্পগুলোর তালিকা দেওয়া হয়েছে।
বৃস্পতিবার সকাল ১১টায় তাকে বহনকারী হেলিকপ্টারটি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঠাকুরগাঁও সেক্টরের অভ্যন্তরীণ মাঠে অবতরণ করবে। দুপুর ১২টায় ঠাকুরগাঁও সার্কিট হাউজে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন। পরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে আয়োজিত সভাস্থলের পাশে বসানো ডিসপ্লে বোর্ডে একযোগে ৬৮টি উন্নয়ন প্রকল্প উদ্ধোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
বিকেল ৩টায় তিনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
৩৫টি উন্নয়ন প্রকল্পের ফলক উম্মোচন করা হবে সেগুলো হলো:
ঠাকুরগাঁও স্টেশন সড়কের (আর-৫৮৭) ঠাকুরগাঁও চৌরাস্তা থেকে বালিয়াডাঙ্গী মোড় পর্যন্ত ৪.১৭ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীতকরণ, ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন সম্প্রসারণ, বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী রাস্তায় ৯০৫ মিটার চেইনেজে তীরনই নদীর ওপর ৬৯.০৫ মিটার দীর্ঘ আরসিসি ব্রিজ, ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন সম্প্রসারণ, ঠাকুরগাঁও জেলার পিটিআই ভবন সম্প্রসারণ, বালিয়াডাঙ্গী উপজেলার নহনা খাল গোয়ালকারী কামিজপাড়া বড়বাড়ী পশ্চিমের রাস্তায় ৫৪০ মিটার চেইন ৪৮.০০ মিটা দৈর্ঘ্য আরসিসি গার্ডার ব্রিজ, বালিয়াডাঙ্গী উপজেলার সিংগাখাল চাড়োল ইউনিয়ন পরিষদ অফিস (লাহিড়ী জিসি), দোগাছিহাট ভায়া পাতিলাভাসা রাস্তায় ৭০০ মিটার চেইন ২৭.০০ মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রিজ, রাণীশংকৈল উপজেলার ভরনিয়া হাট-বনগাঁও ভায়া সদর বিনদালবাড়ী ঘাট রাস্তায় ১৩৫০ মিটার চেইন ৬০.০০ মিটার আরসিসি গার্ডার ব্রিজ, সদর উপজেলার পারপুগী আরএইচডি নেকমরদ জিসি রাস্তা চেইন ১০০০-৪২১০ মিটার উন্নয়ন, রাণীশংকৈল উপজেলায় তীরনই নদীর ওপর জলবায়ু ট্রাস্ট ফান্ডের আওতায় কাশিপুর সমন্বিত পানি নিয়ন্ত্রণ কাঠামো নির্মাণ, ১.০৫ লক্ষ মেট্রিক টন।