তাজমহলে ৩ ঘণ্টার বেশি থাকতে পারবেন না পর্যটকরা!
আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই) বিশ্বখ্যাত পর্যটনকেন্দ্র তাজমহল পরিদর্শনে নতুন নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকা অনুযায়ী, দর্শনার্থীরা ১ এপ্রিল থেকে সেখানে ৩ ঘণ্টার বেশি থাকতে পারবেন না । মানবদূষণের হাত থেকে রক্ষার জন্য এই নিয়ম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনা বলছে, তিন ঘণ্টার বেশি সময় অবস্থান করলে দর্শনার্থীকে অতিরিক্ত টাকা দিতে হবে। প্রতিদিন তাজমহল খোলা হবে সূর্যোদয়ের ৩০ মিনিট আগে। বন্ধ হবে সূর্যাস্তের ৩০ মিনিট আগে। ১ এপ্রিল থেকে দেশি-বিদেশি সবধরনের পর্যটকদের জন্য এই নীতি কার্যকর হবে।
এএসআই জানিয়েছে, ইউনেস্কো কর্তৃক ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ তাজমহল। এখানে প্রতিদিন অন্তত ৫০ হাজার দর্শনার্থী প্রবেশ করেন। প্রায়ই দর্শনার্থীরা একবার প্রবেশ করে সারাদিন অবস্থান করেন। এতে ব্যাপক ভিড়ের সৃষ্টি হয়।
প্রসঙ্গত, প্রতি বছর ৭০ লাখের বেশি পর্যটক তাজমহল পরিদর্শন করেন। সম্রাট শাহজাহান তাঁর তৃতীয় স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশে তাজমহল নির্মাণ করেন।
সূত্র: দ্য ইকোনোমিক টাইমস