প্রাণের ৭১

সাংবাদিকদের পেনশন দেবে পশ্চিমবঙ্গ সরকার!

সাংবাদিকরা জাতির বিবেক হলেও তৃতীয় বিশ্বের দেশগুলোতে অনেকটাই সুবিধাবঞ্চিত বলা চলে। পেনশন তো দূরের কথা ঠিকমতো বেতনও পান না অনেক সাংবাদিক। কিন্তু ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সাংবাদিকদের পেনশন দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা তালিকাভুক্ত সাংবাদিক এবং অন্তত ১০ বছর কাজ করেছেন, ৬০ বছর হওয়ার পর প্রতি মাসে ২ হাজার ৫০০ রুপি করে পেনশন পাবেন তারা। এই অর্থ সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে। যেসব সাংবাদিকের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের পরিচয়পত্র নেই, তারাও ৬০ বছরের পর সংশ্লিষ্ট সংবাদপত্রে ১৫ বছরের কাজের প্রমাণ দেখাতে পারলে একই পেনশন পাবেন।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ সরকার এর আগে তালিকাভুক্ত সাংবাদিকদের জন্য বিনা ভাড়ায় সরকারি বাসে চলাচলের সুযোগ করে দেয়। পশ্চিমবঙ্গের সাংবাদিকরা টিকিটের অর্ধেক মূল্যে দেশব্যাপী রেলপথে চলার সুযোগ পেয়ে থাকেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চলতি বছরের ২ ফেব্রুয়ারি অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য পেনশন স্কিম চালুর ঘোষণা দেন। তিনি সেসময় জানান, এটি ১ এপ্রিল থেকে কার্যকর হবে।

সূত্র: দ্য হিন্দু






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*