গৌরনদীর সাব-রেজিস্ট্রি ও শিক্ষা অফিস দুর্নীতিমুক্ত ঘোষণা
‘দুর্নীতি করবো না, দুর্নীতি সইবো না, দুর্নীতি মানবো না’ এ স্লোগানকে সামনে রেখে বরিশালের গৌরনদীর সাব-রেজিস্ট্রি ও শিক্ষা অফিস নিজেদের আনুষ্ঠানিকভাবে দুর্নীতিমুক্ত ঘোষণা করেছে। দুই অফিসের প্রধান কর্মকর্তার চেয়ারের পিছনে ব্যানার টানানো হয়েছে। যেখানে লেখা রয়েছে ‘আমি ও আমার অফিস ঘুষ ও দুর্নীতিমুক্ত।’
জানা গেছে, দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৮ উদযাপন উডলক্ষে গত ১ এপ্রিল সকালে গৌরনদী সাব-রেজিস্টি্রার আঃ জলিল অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে তার অফিস ঘুষ ও দুর্নীতিমুক্ত ঘোষণা করেন। এর আগে উপজেলা শিক্ষা কর্মকর্তা ফয়সল জামিল গত ২১ মার্চ সর্বপ্রথম আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তার অফিস ঘুষ ও দুর্নীতিমুক্ত ঘোষণা করেন।
আলোচনা সভা, দোয়া-মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক এসএম ফারুক, বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আঃ লতিফ মজুমদার, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জামাল উদ্দিনসহ শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন প্রাইমারী স্কুলের শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি গৌরনদীতে দুদকের গনশুনানি অনুষ্ঠানে দুদক কমিশনার উপজেলার প্রতিটি সরকারি অফিসের প্রধান কর্মকর্তার অফিসে ‘আমি ও আমার অফিস ঘুষ ও দুর্নীতিমুক্ত’ লেখা সাইনবোর্ড এক মাসের মধ্যে টানানোর নির্দেশ দিয়েছিলেন।