প্রাণের ৭১

ভারতের শক্তিশালী স্যাটেলাইট যোগাযোগ বিচ্ছিন্ন!

ভারতের মহাকাশ কেন্দ্র ইসরো কর্তৃক বৃহস্পতিবার উৎক্ষেপণ করা জিএসএটি-৬এ স্যাটেলাইটের সঙ্গে সংস্থাটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। উৎক্ষেপণের ৪৮ ঘণ্টা পার না হতেই এ দুর্ঘটনা ঘটল। তবে যোগাযোগ স্থাপনের চেষ্টা চলছে বলে জানিয়েছে ইসরো। খবর কলকাতা২৪ এর।

খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার ওই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। স্যাটেলাইট সম্পর্কে শেষ তথ্য দেয়া হয় শনিবার সকাল ৯টা ২২ মিনিটে। এরপর থেকে আর কোনও তথ্য দেয়নি ইসরো। ফলে এ নিয়ে এক ধরণের ধুম্রজাল সৃষ্টি হয়েছে।

পরে রোববার সকালে জানানো হয়, গত ৩১ মার্চ স্যাটেলাইট উৎক্ষেপণের ৫৩ মিনিটের মধ্যে সফলভাবে দ্বিতীয় কক্ষপথ পার করে স্যাটেলাইটটি। ১ এপ্রিল তৃতীয় ও শেষ কক্ষপথ পার করার কথা ছিল। কিন্তু তার আগেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। লিংক ফিরিয়ে আনার জন্য চেষ্টা চলছে।’

২৯ মার্চ বিকাল ৪টা ৫৬ মিনিটে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এটি ভারতের সবচেয়ে ক্ষমতাশালী কমিউনিকেশন স্যাটেলাইট। এই স্যাটেলাইটের মাধ্যমে সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার কথা।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*