প্রাণের ৭১

ইউটিউব সদর দপ্তরে গুলি, সন্দেহভাজন নারী হামলাকারী নিহত

ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবের সদর দপ্তরে একজন নারী বন্দুকধারী হামলা চালিয়েছে বলে পুলিশ বলছে।

পরে ওই নারী বন্দুকধারীকে নিহত অবস্থায় পায়া যায়।। সে নিজের গুলিতেই মারা গেছে বলে পুলিশ বলছে।

গুলিতে অন্তত চারজন আহত হয়েছে, যাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও তাদের অবস্থা সম্পর্কে জানা যায়নি।

সান ব্রুনো কার্যালয়ে হঠাৎ করে গোলাগুলির শব্দ শোনার পর কর্মীরা দ্বিগ্বিদিক পালাতে শুরু করে।

এরপর পুলিশ সদর দপ্তরের চারদিকে অবস্থান নেয়।

বেশ কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে, যদিও তাদের অবস্থা সম্পর্কে জানা যায়নি।

ইউটিউবের মালিক প্রতিষ্ঠান গুগল জানিয়েছে, ইউটিউব কার্যালয়ে গোলাগুলির খবর পেয়ে তারা একটি তদন্ত শুরু করেছে।

স্থানীয় টেলিভিশনের ছবিতে দেখা যাচ্ছে যে, অনেকে বিভিন্ন ভবন থেকে মাথার ওপর হাত উঁচু করে বেরিয়ে আসছেছবির কপিরাইটTWITTER/@ERINJEANC/VIA REUTERS
Image captionস্থানীয় টেলিভিশনের ছবিতে দেখা যাচ্ছে যে, অনেকে বিভিন্ন ভবন থেকে মাথার ওপর হাত উঁচু করে বেরিয়ে আসছে

ইউটিউবের কার্যালয়ে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স যেতে দেখা গেছে। মানুষজনকে ওই এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।

ভবন থেকে দ্রুত পালাতে গিয়েও অনেকে আহত হয়েছে।

স্থানীয় টেলিভিশনের ছবিতে দেখা যাচ্ছে যে, অনেকে বিভিন্ন ভবন থেকে মাথার ওপর হাত উঁচু করে বেরিয়ে আসছে।

ইউটিউবের এই কার্যালয়ে প্রায় ১৭০০ কর্মী কাজ করে।

bbc






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*