প্রাণের ৭১

বিশ্বে প্রথম মোবাইল ফোন কল ১৯৭৩ সালে, জানুন!

১৯৭৩ সালের ৩ এপ্রিল মোবাইল ফোনের মাধ্যমে প্রথম কল করা হয়েছিল। ৪৫ বছর আগে এই ফোনের উদ্ভাবক ছিলেন মটোরোলার জ্যেষ্ঠ প্রকৌশলী মার্টিন কুপার।

দিনটিতে নিউইয়র্ক সিটির সিক্সথ এভিনিউতে হাঁটতে হাঁটতে সেলুলার নেটওয়ার্কে বিশ্বের প্রথম মোবাইল ফোন কলটি করেন কুপার। তারপর এখন তা বিশ্বব্যাপী রীতিমতো বিপ্লবে পরিবর্তিত হয়েছে। ফোনে কুপারের কথা হয় বেল ল্যাবসের গবেষক জোয়েল এনজেলের সঙ্গে।

জোয়েল ছিল কুপারের প্রতিদ্বন্দ্বী। কেননা সেই সময় বেল ল্যাবসে জোয়েল মোবাইল ফোন তৈরি করতে গবেষণা করছিল। তবে এ যুদ্ধে জয়ী হয় কুপার।

মটোরোলা ডায়না টিএসি ৮০০০এক্স নামে ফোনটি দিয়ে কথা হয়েছিল দু’জনের। এটি বর্তমানে বাজারে থাকা ফোনের মতো হালকা-পাতলা ছিল না। এক কেজি ওজনের সেই সেলুলার ফোনটি লম্বায় ছিল ১০ ইঞ্চি। দেখতে তা একটি ইটের মতো ছিল। একবার ব্যাটারি চার্জ হলে ২০ মিনিট কথা বলা যেত।

তবে বাণিজ্যিকভাবে ফোন প্রথম বাজারে আনে এই ফোন কলের ১১ বছর পরে ১৯৮৪ সালে। তখন ফোনটির দাম ছিল ৩ হাজার ৯৯৫ মার্কিন ডলার।



« (পূর্বের সংবাদ)



মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*