শিশুর গায়ের রং কালো, তাই পাথর দিয়ে ঘসে ক্ষতবিক্ষত করতেন মা!
গুরুতর আহত অবস্থায় ভারতের মধ্যপ্রদেশের নিশাতপুরা থেকে পাঁচ বছরের একটি ছোট্র ছেলেকে উদ্ধার করেছে ‘চাইল্ড হেলপ লাইন’ নামের একটি সংস্থা। অভিযোগ, এই শিশুটির গায়ের রং কালো বলে তার সারা শরীর পাথর দিয়ে ঘসে ক্ষতবিক্ষত করতেন মা।
অভিযুক্ত মায়ের নাম সুধা তিওয়ারী। তিনি নিশাতপুরার একটি স্কুলের শিক্ষিকা। দেড় বছর আগে ওই ছেলেটিকে উত্তরাখণ্ডের একটি অনাথ আশ্রম থেকে দত্তক নেন তিনি।
কিন্তু এই কালো ছেলেটির গায়ের রং পছন্দ ছিল না সুধা তিওয়ারীর। তাই তিনি নানা উপায়ে ছেলের গায়ের রং ফর্সা করার চেষ্টা চালান। ব্যর্থ হয়ে একজনের পরামর্শ অনুযায়ী, কালো পাথর দিয়ে ছেলেটির শরীর ঘসতেন তিনি। এতে শরীর-হাত-পা কেটে গিয়ে কাঁদতো শিশুটি। কিন্তু তাতেও নিস্তার মেলেনি।
এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারেননি সুধা তিওয়ারীর ভাগ্নি শোভনা। তিনি বলেন, ‘আমি অনেকবার তাঁকে আটকানোর চেষ্টা করেছি। কিন্তু তিনি আমার কথা শোনেননি। তাই বাধ্য হয়ে ‘চাইল্ড হেলপ লাইন’-এ ফোন করি।
জানা গেছে, শিশুটিকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া