একান্ত প্রয়োজন না হলে কোটা ব্যবস্থা কোনোভাবেই ভালো না- জাফর ইকবাল
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, ‘আমার কাছে মনে হয়েছে, বিদ্যমান কোটা ব্যবস্থার অনুপাত ঠিক নেই। এটা আউট অব প্রপরশন, এত বেশি কোটা কেমন করে সম্ভব?’
সোমবার দুপুর আড়াইটায় শাবিপ্রবি আইআ্ইসিটি ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘আসলে আমি কোটার পক্ষের মানুষ না। একান্ত প্রয়োজন না হলে কোটা ব্যবস্থা কোনোভাবেই ভালো না। পৃথিবীর অনেক জায়গায় কোটা রয়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অগ্রসর করার জন্য কোটাব্যবস্থা রাখা হয়। কিন্তু সেটা যুক্তিযুক্ত ও দেশের প্রয়োজনের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।’
এই শিক্ষাবিদ আরও বলেন, আমি কোটার বিরোধী নই। কিন্তু আমি যা শুনেছি তা হলো বর্তমানে মেধাবীদের থেকে বিভিন্ন জায়গায় কোটাপ্রাপ্তদের সংখ্যা বেশি। চাকরির ক্ষেত্রে ৫৬ শতাংশ থেকে শুরু করে এর অধিক কোটা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। এই অনুপাতটাকে কমিয়ে আনা প্রয়োজন। তা না হলে মেধাবীদের মূল্যায়ন হবে না।
মুক্তিযোদ্ধাদের কোটা প্রসঙ্গে জাফর ইকবাল বলেন, ‘দুঃখজনক বিষয় হলো মানুষের মধ্যে বড় একটি অংশে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে। মুক্তিযোদ্ধাদের আমরা এত সম্মান করি, এত ভালবাসি। কিন্তু এই কোটা দিয়ে তাঁদের অসম্মান করার সুযোগ করে দেওয়া হলো। মুক্তিযোদ্ধা কোটা যদি আমরা যুক্তিসঙ্গত জায়গায় রাখতাম, তাহলে মুক্তিযোদ্ধারা এ রকম অসম্মানীত হতেন না। মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুন্ন রাখার জন্য কোটার সংস্কার করা উচিৎ।’