পুলিশের টিয়ারশেল নিক্ষেপে ছত্রভঙ্গ হয়ে গেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা।
রাজধানীর শাহবাগে পুলিশের টিয়ারশেল নিক্ষেপে ছত্রভঙ্গ হয়ে গেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা।
আজ রোববার রাত পৌনে ৮টার দিকে পুলিশ অতর্কিতে আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে।
এ সময় কোটা বিরোধী আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে ছুটে যায়। পরে তারা টিএসসির দিকে জড়ো হয়। পুলিশ লাঠি চার্জ করলে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
কোটাবিরোধী আন্দোলনকারীরা এসময় আগুন জালিয়ে বিক্ষোভ করতে থাকে।
রোববার বিকেল ৩ টা থেকে শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করে অবস্থান নেয় কোটাবিরোধী ছাত্রছাত্রীরা। এসময় শাহবাগ এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
« সৌদি বাদশার হলিউড সফর (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) গাজীপুরে জাহাঙ্গীর, খুলনায় খালেক »