ফেনীতে পূর্বশূত্রুতার জেরে এক বৃদ্ধকে কুপিয়ে ও গলা কেটে হত্যা
ফেনী সদরের লেমুয়ায় পূর্বশূত্রুতার জেরে মোঃ শফিউল্লাহ (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে স্থানীয় ইউপি সদস্য শেখ ফরিদসহ দূবৃত্তরা ।বুধবার রাতে সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের কসকা বাজার এলাকায় ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার ছনুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ ফরিদ এর সাথে একই এলাকার শফিউল্লাহ,র জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো ।রাতে কসকা বাজারের আবদুল্লাহর চায়ের দোকানে শফিউল্লাহ অবস্থান করছে। এসময় পূর্ব থেকে উৎপেতে থাকা স্থানীয় ইউপি সদস্য শেখ ফরিদের নেতৃত্বে ৫/৬ জন দূবৃত্ত তার উপর অতর্কিত হামলা চালায়।একপর্যায়ে শফিউল্লাহকে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায় তারা ।পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করে।নিহত শফিউল্লাহ ছনুয়া ইউনিয়নের দক্ষিন ছনুয়া গ্রামের মৃত গনী মিঞার ছেলে।ফেনী মডেল থানার পরিদর্শক রাশেদ খান চৌধুরী লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
online