অর্থমন্ত্রী বলেন
কোটা অবশ্যই থাকবে, তবে বিদ্যমান কোটা সংস্কার করা উচিত-
সম্প্রতি সারা দেশে কোটা সংস্কারের দাবির বিষয়ে মন্তব্য প্রদান করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী বলেন, `সরকারি চাকরিতে কোটা অবশ্যই থাকবে, তবে বিদ্যমান কোটা সংস্কার করা উচিত। আমি প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছি এটিকে সংস্কার করার জন্য।`
মঙ্গলবার সচিবালয়ে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) বাৎসরিক মুনাফার শেয়ার প্রদানের একটি অনুষ্ঠানে কোটা নিয়ে মন্তব্য করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এসময় মন্ত্রী আরও জানান, `বাজেটের পর ৫৬ শতাংশের কোটা অবশ্যই সংস্কার করা হবে। সরকারি চাকরিতে কোটায় প্রার্থী পাওয়া যায় না। তবে কোটা কত অংশ থাকবে তা নিয়ে আলোচনা হতে পারে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে কোটা থাকতে হবে। আসন্ন বাজেটের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।
« আসলেই কোটা না, ওনাদের উদ্দেশ্য ভিন্ন (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভারতেও চলছে কোটা সংস্কার আন্দোলন। »