প্রাণের ৭১

শেখ হাসিনার সরকার ভুল করলেও তা সংশোধনের সৎ সাহস রাখে- ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ভুল করলেও তা সংশোধনের সৎ সাহস রাখে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ-কমিটির মিটিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, ‘দায়িত্ব, জ্ঞানহীন আচরণ করা যাবে না। আমি আন্দোলনকারীদের আবারও বলবো গুজবে কান না দিতে। বাংলাদেশের রাজনীতিতে জঙ্গি পৃষ্ঠপোষকরা গত ৯ বছর কোনও সুযোগ পায়নি। কিন্তু এখন তারা কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। আমি আপনাদের বলবো কারও রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হবেন না। অশুভ রাজনীতির ছায়া যেন বিস্তার না করতে পারে।  যদি আন্দোলনকারীদের নেতৃত্ব তাদের হাতে চলে যায় তাহলে দেশে  ক্ষতি হবে,তারাও ক্ষতিগ্রস্ত হবে। শেখ হাসিনার সরকার ভুল হলেও ভুল সংশোধনের সৎ সাহস রাখে।’

সেতুমন্ত্রী বলেন, ‘আমি যা বলেছি সেটিই সরকারের বক্তব্য। বিভ্রান্তি ছাড়ানোর জন্য এদেশে একটি মতলবি মহল আছে। প্রধানমন্ত্রীর কথায় আস্থা রাখুন। কোটা আন্দোলনটা যেন বিভক্তির রাজনীতির শিকার না হয়। আমারা এর মধ্যে খবর পেয়েছি। কীভাবে এ আন্দোলনকে কারও মুক্তির আন্দোলনে পরিণত করা যায়,তার ষড়যন্ত্র হচ্ছে। আমার দলের নেতাদের বলবো দায়িত্বশীল আচরণ করতে। আর যারা আন্দোলন করছেন তারাও যেন প্রধানমন্ত্রীর আশ্বাসে বিশ্বাস রাখে। কারও খেলার স্বীকার না হয়।’






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*