মালিতে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর জঙ্গি হামলায় এক সেনা নিহত
মালিতে জাতিসংঘ বাহিনীর ওপর রকেট ও গাড়ি বোমা হামলা চালানো হয়েছে। এতে এক সেনা নিহত হয়েছেন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন একজন শান্তিরক্ষী নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে।
মালির কর্মকর্তারা জানিয়েছেন, টিম্বাকটু বিমানবন্দরের কাছে দুটি ঘাঁটিতে এই হামলা চালানো হয়। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ব্যবহৃত পোশাক ও জাতিসংঘের লোগো সমৃদ্ধ গাড়ি ব্যবহার করে ছদ্মবেশীরা এই হামলা চালায়। মালির সরকার জানায়, এই হামলায় আরো এক ডজনের বেশি সেনা আহত হয়েছেন। এদের অধিকাংশই ফ্রান্সের সেনা সদস্য।
মালির নিরাপত্তা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নীল হেলমেট পরিহিত হামলাকারীরা কয়েক ডজন রকেট ছোঁড়ে। এ সময় জঙ্গিদের ব্যবহৃত দুটি গাড়ি বিস্ফোরক বোঝাই ছিল। একটি গাড়ির বিস্ফোরণ ঘটানো হয়।আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। সূত্র: বিবিসি
« টঙ্গীতে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে নিহত ৪, ট্রেন চলাচল বন্ধ (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) আসিফা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট, উঠে এল কিছু নতুন তথ্য! »