জাজের নতুন নায়িকা বাঁধন

কে হচ্ছেন জাজের নতুন নায়িকা? জাজ মাল্টিমিডিয়ার আপকামিং মুভি ‘দহন’। ছবিটি নির্মাণ করবেন ‘পোড়ামন ২’ সিনেমার পরিচালক রায়হান রাফি। ছবিটি নির্মাণের আগেই এটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। সিয়াম ও পূজার পাশপাশি দেখা যাবে নতুন একজন নায়িকাকে। কে হবেন সেই নতুন নায়িকা? জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল পেজে মম, তানজিন তিশা ও বাঁধনের ছবি পোস্ট করা হয়েছে। এ তিনজনের ছবি দিয়ে জানতে চেয়েছে কে হচ্ছে সে নায়িকা? সঠিক উত্তরদাতাকে দেওয়া হবে দশ হাজার টাকা পুরস্কার।
একটি সূত্রে জানা গেছে সে নায়িকা হচ্ছে আজমেরী হক বাঁধন। তিনি একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করবেন।
সিনেমাটিতে অভিনয়ের জন্য প্রথমে মমকে অফার করা হয়। তিনি না করে দিলে বাঁধনকে কাস্ট করা হয়। আর সিনেমায় নাম লেখানোর জন্য বাঁধন কয়েকমাস ধরে জিম করে নিজেকে প্রস্তুত করছেন।
বাঁধন ২০১০ সালে মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‘নিঝুম অরণ্যে’ সিনেমায় সজল বিপরীতে অভিনয় করেন। তার অভিনীত চরিত্রের নাম ছিলো মিলি।
তবে জাজ সূত্র বলছে,‘ এর জন্য আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে’।
সিনেমাটিতে অনেক সিনিয়র-জুনিয়র শিল্পীরা অভিনয় করবেন। এদের মধ্যে রয়েছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, নবাগত সুদীপ্ত, সেতু প্রমুখ। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে নায়ক আলমগীরকেও।
সিনেমার শুটিং শুরু ৫ মে থেকে। হরতালকে কেন্দ্র করে সিনেমাটি নির্মাণ হবে।