১লা মে (১৪ই শাবান) পবিত্র শবেবরাত
গতকাল মঙ্গলবার বাংলাদেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। আজ বুধবার ১ শাবান। এ হিসেবে ১৪ শাবান রাত অর্থাৎ ১ মে পালিত হবে লাইলাতুল বরাত বা শবেবরাত। গতকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মোয়াজ্জেম হোসেন, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক সিরাজ উদ্দিন আহমাদ, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আবদুর রহমান, বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা শেখ নাঈম রেজওয়ান ও লালবাগ শাহী জামে মসজিদের খতিব কারি আবু রায়হান প্রমুখ
মুসলমানরা বিশ্বাস করেন, শবেবরাতের রাতে পরবর্তী এক বছরের ভাগ্য নির্ধারিত হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ইবাদত বন্দেগির মাধ্যমে রাতটি কাটান তারা। শবেবরাতের পরের দিন নফল রোজা রাখেন অনেকেই। শবেবরাত উপলক্ষে আগামী ২ মে সরকারি ছুটি। এর আগের দিন মে দিবসের ছুটি।