ফেনীর অসুস্থ্য সিনিয়র নেতাদের হাসপাতালে দেখতে গেলেন লিপটন।

ফেনীর ন্যাশনাল হার্ড ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধিন সিনিয়ন নেতাদের চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও অা’লীগ নেতা জহির উদ্দিন মাহমুদ লিপটন।
রোববার বিকালে ন্যাশনাল হার্ড ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধিন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় অা’লীগের শ্রম বিষয়ক সম্পাদক এবিএম তালেব অালী, সোনাগাজী উপজেলা অা’লীগের সহ সভাপতি প্রফেসর মফিজুল হক সহ কয়েক জন অা’লীগ নেতার শয্যাপাশে গিয়ে চিকিৎসার খবর নেন।
লিপটন জানান, দলের সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনা ও সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বার বার নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছেন, দলের সিনিয়র নেতা ও ত্যাগি নেতাকর্মীদের খোজ খবর রাখার জন্য। তারই অংশ হিসেবে সাবেক সাংসদ এবং দুর্দিনের অা’লীগ নেতাদের দেখতে হাসপাতালে যান তিনি।
এসময় সোনাগাজী ও দাগনভুঞার দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
« ১৪ হাজার পিস ইয়াবা সহ নারী ক্রিকেটার গ্রেফতার (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) তারেকের পাসপোর্ট জমা দেওয়ার প্রামান্য তথ্য দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী »